প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে (বিবিএ) ভর্তির জন্যে ৩ মেধাবী শিক্ষার্থীকে অনুদান প্রদান করেছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ। এই ৩ শিক্ষার্থী কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। অনুদানপ্রাপ্তরা হলেন : মোঃ নাজিম হোসেন (ভর্তি পরীক্ষায় ৮৫তম), মোঃ সাকিব হোসেন (ভর্তি পরীক্ষায় ৩৪৩তম) ও নিশিতা সুলতানা (ভর্তি পরীক্ষায় ১১৪৯তম)। কলেজের শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিল থেকে বুধবার এই আর্থিক অনুদান শিক্ষার্থীদের তুলে দেন কলেজ অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মোহাম্মদ আনোয়ার উল্যা, আবু নোমান মোঃ মফিজুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমান, শ্রী কৃষ্ণ দে, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি প্রদীপ কুমার দাস, জান্নাতুল ফেরদাউস, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ কামরুল হাছান, মোহাম্মদ রেদওয়ান প্রমুখ।
উল্লেখ্য, অন্যান্য বছরের মতো এবারো মেডিকেল বিশ^বিদ্যালয়, প্রকৌশল বিশ^বিদ্যালয়, কৃষি বিশ^বিদ্যালয় ও অন্যান্য পাবলিক বিশ^বিদ্যালয়ে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে বলে অধ্যক্ষ চাঁদপুর কণ্ঠের কাছে আশা প্রকাশ করেন। অধ্যক্ষ জানান, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যাতে পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে সেজন্যে শিক্ষার্থীদের প্রতি বিশেষ যতœ নেয়া হয়। অভিজ্ঞ মহল মনে করেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের মানসম্মত শিক্ষা প্রদানের ধারা যদি অব্যাহত থাকে, তাহলে প্রতি বছরই বিপুল সংখ্যক শিক্ষার্থীরা মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করবে। এতে করে এ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন হবে এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা দেশ ও জাতি গঠনে ভবিষ্যতে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।