প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়ক একটি ব্যস্ততম সড়ক। সড়কে ২৪ ঘণ্টাই ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘ বছর ধরে বাঘড়াবাজার এলাকায় সড়কের কোলঘেঁষে ব্যবসায়ীরা বালি স্তূপ করে রেখে ব্যবসা করে যাচ্ছে। একই সাথে তারা সড়কের পাশে থাকা সরকারি মূল্যবান গাছগুলো কেটে ফেলে। এ স্থান দিয়ে পথচারী ও যানবাহন চলাচলের সময় বালি উড়ে গায়ে পড়ে। অপরদিকে সড়কের উপর গাড়ি রেখে বালি গাড়িতে উঠানো হয়। ফলে এ স্থানে দুর্ঘটনা ঘটে। পূর্বে এ স্থানে প্রাণহানির ঘটনা ঘটলেও বালি ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি সরকারি সম্পত্তি তারা দখল করে ব্যবসা করলেও সেদিকে কারো মাথাব্যথা নেই। ছবিতে সড়কের উপর ট্রলি রেখে বালি উঠানো হচ্ছে। ছবি ও প্রতিবেদন : সোহাঈদ খান জিয়া।