প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ০০:০০
অনিয়মিতভাবে চলাছিলো চাঁদপুর জেলা ক্রিকেট লীগ। করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় মাঠে ফিরেছে খেলাধুলা। এ অবস্থায় চাঁদপুরের ক্রিকেটাররা শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে বুধবার চাঁদপুর স্টেডিয়ামে মাদকবিরোধী ভলিবল প্রতিযোগিতার অনুষ্ঠানে কাছে পেয়ে তাদের দাবি তুলে ধরেন। সাথে সাথে মন্ত্রী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে ডেকে এনে লীগ শুরু করার নির্দেশ প্রদান করেন। প্রিমিয়ার ক্রিকেট লীগের জন্যে যে সাড়ে তিন লাখ টাকা প্রয়োজন সেই অর্থের যোগান মন্ত্রী দিবেন বলে আশ^াস দেন। এমন ঘোষণায় তাৎক্ষণিক চাঁদপুরের ক্রিকেটারদের মাঝে স্বস্তি ফিরে আসে।