প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২১, ০০:০০
ডিএনসি চাঁদপুর মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার ও মাসুদ (৩০) নামে এক যুবককে আটক করেছে। ২০ ডিসেম্বর সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মজিবুর রহমান, সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর সদর মডেল থানাধীন মধ্য তরপুরচ-ী মৃধা বাড়ি রোডস্থ কাজী বাড়ির ভাড়াটিয়া মাসুদ খলিফা (৩০), পিতা- মৃত আঃ মালেক খলিফা, মাতা-নূরজাহান বেগমের নিজ দখলীয় ভাড়াকৃত বসতঘরে অভিযান চালিয়ে ১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। আসামীর বিরুদ্ধে পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।