প্রকাশ : ০৭ জুলাই ২০২১, ০০:০০
আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ইচলী ঘাটে অবস্থিত ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরীর জমিতে জোরপূর্বক বিদ্যুতের টাওয়ার নির্মাণ কাজ অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম সড়ক (সাবেক বাগাদী রোডে)ণ্ডএর ইচলী ঘাট সংলগ্ন ‘চাঁদপুর পাওয়ার জেনারেশন্স লিমিটেড’ পাশর্^বর্তী ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরী লিমিটেডের জমির ওপর বিদ্যুতের টাওয়ার নির্মাণ ও প্রতিষ্ঠানটির ওপর দিয়ে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন সংযোগ নিচ্ছে। এ কাজ বন্ধের দাবিতে ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মফিজুর রহমান বাদী হয়ে চাঁদপুর পাওয়ার জেনারেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক (কনস্ট্রাকশন) মোঃ নাসির উদ্দিন, প্রজেক্ট ম্যানেজার মোঃ নাসির উদ্দিন নাসিম ও ইঞ্জিনীয়ার জাহাঙ্গীরকে বিবাদী করে চলতি বছরের গত ২৭ মে চাঁদপুর জেলা জজ আদালতে মামলা দায়ের করেন। মামলা নং বিবিধ আপিল ১০, ২০২১।
মামলার প্রেক্ষিতে গত ২১ জুন চাঁদপুর জেলা জজ আদালতে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে ২৮ জুন তফসিল বর্ণিত নালিশি ভূমিতে স্থিতাবস্থা বজায় রাখার জন্য উক্ত আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান ও প্রচার করে। আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা নোটিস ৩০ জুন বিবাদীগণ গ্রহণ করেন। তারপরও বাদী পক্ষের মালিকীয় ভোগ দখলীয় সম্পত্তিতে চাঁদপুর পাওয়ার জেনারেশন্স লিমিটেড বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে অনবরত টাওয়ারের কাজ পরিচালনা করছে বলে ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরী লিমিটেডের পক্ষ থেকে অভিযোগ করা হয়।
এ বিষয়ে ম্যাচ ফ্যাক্টরীর ইনচার্জ মোঃ আবু তাহের জসিম জানান, মাননীয় চাঁদপুর জেলা জজ আদালতের ২৮ জুনের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুর পাওয়ার জেনারেশন্স লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মোঃ নাসির উদ্দিন নাসিম ও ইঞ্জিনীয়ার জাহাঙ্গীরের নেতৃত্বে টাওয়ারের কাজ অব্যাহত আছে। তারা পাশর্^বর্তী ডাকাতিয়া নদী দিয়ে নৌকায় করে এসে চুপিসারে টাওয়ারের কাজ করেন। আমাদের উপস্থিতি টের পেলে কখনও তারা পালিয়ে যান, আবার কখনও হুমকিণ্ডধমকি দিতে থাকেন। আমরা মোবাইল ফোন দিয়ে তাদের কাজ করার দৃশ্য ধারণ করে ইউনিয়ন ম্যাচ ফ্যাক্টরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাকে অবহিত করি।