প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ০০:০০
‘ভিন্ন পাত্রে মুড়ি খাই, করোনাকে বিদায় জানাই’ এই শ্লোগানকে ধারণ করে চাঁদপুর ড্রামার আয়োজনে আজ শনিবার সন্ধ্যা ৭টায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে ৬ষ্ঠ মুড়ি উৎসবের উদ্বোধন হতে যাচ্ছে। ১০ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডঃ বদিউজ্জামান কিরণ, থিয়েটার ফোরামের সভাপতি শহীদ পাটোয়ারী, বিশিষ্ট কবি ও ছড়াকার ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, বিআইডব্লিউটিএ সিবিএ’র আহ্বায়ক আব্দুস সাত্তার ও বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন।
উৎসব সফল করার লক্ষ্যে ইতিমধ্যে ফারুক হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক ও শংকর রায়কে সদস্য সচিব করে ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন মানিক পোদ্দার, মজিবুর রহমান দুলাল, কৃষ্ণ গোপাল সরকার, পরিমল দাস নূপুর, ইমতিয়াজ উদ্দিন মাসুদ, অমরেশ দত্ত জয় ও সাইফুল ইসলাম রাসেল।
আজকের উদ্বোধনী অনুষ্ঠানসহ ১০ দিনের এই আয়োজনে অসাম্প্রদায়িক চেতনার সকলকে উপস্থিত থাকার জন্য উৎসব কমিটির প্রধান উপদেষ্টা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার অনুরোধ জানিয়েছেন।