সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৬ জুলাই ২০২১, ০০:০০

আসুন, দেশকে ভালোবেসে মন খুলে কাজ করি
অনলাইন ডেস্ক

মোঃ সাখাওয়াত হোসাইন শাহরাস্তি পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম উপলতা গ্রামের বাসিন্দা। তিনি ১২ বছর যাবৎ মালয়েশিয়ার একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করছেন। সম্প্রতি তিনি চাঁদপুর কণ্ঠের সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হন। তার সাক্ষাৎকার নেন জাহাঙ্গীর আলম হৃদয়।

চাঁদপুর কণ্ঠ : প্রবাসে কতোদিন আছেন, কী করছেন, কেমন কাটছে সময়?

মোঃ সাখাওয়াত হোসাইন : আমি প্রায় একযুগ ধরে মালয়েশিয়ায় আছি, একটি বেসরকারি কোম্পানিতে চাকুরি করছি। করোনায় কর্মহীন অবস্থায় কিছুদিন বাসায় ছিলাম। করোনায় কোম্পানির অবস্থা ভালো নয় বলে এখন বেকারত্ব সমস্যায় আছি। করোনায় মুখ থুবড়ে পড়ছে সবকিছুই। সকল সমস্যার মাঝেও বলবো, আলহামদুলিল্লাহ ভালো আছি।

চাঁদপুর কণ্ঠ : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আপনার অনুভূতি কেমন?

মোঃ সাখাওয়াত হোসাইন : আমার অনুভূতি হচ্ছে, আমি একজন প্রবাসী বাংলাদেশী, লাল সবুজের পতাকা বুকে ধারণ করেই দূরপ্রবাসে কাজ করছি, লাভ ইউ বাংলাদেশ।

চাঁদপুর কণ্ঠ : আপনার দৃষ্টিতে স্বদেশের উন্নতি-অগ্রগতি কতোটুকু হয়েছে?

মোঃ সাখাওয়াত হোসাইন : স্বদেশের উন্নতি ধরে রাখতে মাননীয় প্রধানমন্ত্রীসহ দেশের সাধারণ মানুষ নিরলসভাবে কাজ করছে, প্রতিটি মানুষের শ্রমের বিনিময়ে আজ বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

চাঁদপুর কণ্ঠ : দেশকে নিয়ে আপনার কোনো কষ্ট-বেদনা-অতৃপ্তি আছে কি?

মোঃ সাখাওয়াত হোসাইন : বীর মুক্তিযোদ্ধাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গতিশীল নেতৃত্বে পেয়েছি বাংলাদেশ। বঙ্গবন্ধু ১৯৬৯ সালে পাকিস্তানে কারাভোগ করে দেশেই ফিরেই জাতির উদ্দেশ্যে বলেছিলেন, দেশের যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, কর্মচারী আছেন তাদের বলছি, আমার দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের সাহেব বলে সম্মান করবেন, কারণ খেটে খাওয়া মানুষদের টাকায় আপনাদের বেতন চলে, গাড়ি, বাড়ি মিলে, অতএব কোনো ধরনের ঘুষ বাণিজ্য, আত্মীয়করণ চলবে না। মনে রাখবেন পাপ তার বাপকেও ছাড়ে না।

চাঁদপুর কণ্ঠ : সকলের উদ্দেশ্যে আপনার পছন্দের কিছু কথা বলুন।

মোঃ সাখাওয়াত হোসাইন : প্রবাসে বা দেশে যে যেখানেই আছি, আসুন সবাই মিলে দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখি, দেশকে ভালোবেসেই মন খুলে কাজ করি। আসুন সবাই করোনা থেকে বাঁচতে নিজে মাস্ক ব্যবহার করি, অন্যকে সচেতন করি। মহান আল্লাহ সবাইকে সুস্থ ও নেক হায়াত দান করুন। চাঁদপুর কণ্ঠ পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই এমন উদ্যোগের জন্যে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়