প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
২১ নভেম্বর রোববার চাঁদপুরে ৮৪ জনের করোনার নমুনা পরীক্ষার করা হয়। এতে একজনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। সংক্রমণের হার হচ্ছে ১.১৯ শতাংশ।
এদিকে নতুন শনাক্ত হওয়া একজনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫০৩১ জন। এর মধ্যে মারা গেছে ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪৭২৯ জন, চিকিৎসাধীন আছেন ৬৩ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে এ সব তথ্য।