প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমকে মনোনীত করায় শুভেচ্ছা বিনিময় করেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটি।
এ সময় শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন সরকার, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মিয়া জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম হাওলাদার ও সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) অ্যাডঃ সেলিম মিয়াসহ নেতৃবৃন্দ।