প্রকাশ : ২২ নভেম্বর ২০২১, ০০:০০
মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী ফাযিল মাদরাসা চাঁদপুর জেলার অন্যতম সেরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে শিশু শ্রেণি থেকে ফাযিল শ্রেণি পর্যন্ত প্রায় ১২শ’ শিক্ষার্থী লেখাপড়া করার পাশাপাশি এখানে রয়েছে ইবি পঞ্চম, জেডিসি এবং দাখিল পরীক্ষার কেন্দ্র। এ বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করতে নেই এখানে প্রয়োজনীয় অবকাঠামো। তাই জরাজীর্ণ টিনের ঘরে শ্রেণি কার্যক্রম ও পাবলিক পরীক্ষাগুলো পরিচালনা করতে হয়। ঘিলাতলী ফাযিল মাদরাসার প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও প্রয়োজনীয় সমস্যা সমাধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী মতলবের কৃতী সন্তান ড. শামসুল আলম এবং চাঁদপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুলের সুদৃষ্টি কামনা করেছেন মাদ্রাসার অধ্যক্ষসহ এলাকাবাসী। ছবিতে ২০২১ সালের চলমান দাখিল পরীক্ষা শুরুর পূর্বে জরাজীর্ণ পরীক্ষা কক্ষের সামনে কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলব দক্ষিণ উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ এবং মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবুল বাসার। ছবি ও প্রতিবেদন : মুহাম্মদ আরিফ বিল্লাহ।