প্রকাশ : ২১ নভেম্বর ২০২১, ০০:০০
শনিবার চাঁদপুরে চারজনের করোনা শনাক্ত
সংক্রমণের হার ৩.০৭ শতাংশ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
২০ নভেম্বর শনিবার চাঁদপুরে ১৩০ জনের করোনার নমুনা পরীক্ষার করা হয়। এতে চারজনের পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায় ৩ ও মতলব দক্ষিণ উপজেলার ১ জন। সংক্রমণের হার হচ্ছে ৩.০৭ শতাংশ।
এদিকে নতুন শনাক্ত হওয়া চারজনসহ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হলো ১৫০৩০ জন। এর মধ্যে মারা গেছে ২৩৯ জন। সুস্থ হয়েছেন ১৪৭২৯ জন, চিকিৎসাধীন আছেন ৭৮ জন। চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে এ সব তথ্য।