প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে প্রথম বাঁশি উৎসব অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের ১৮বছর পূর্তি উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় এ উৎসবের উদ্বোধন করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা গণফোরামের সভাপতি অ্যাডঃ সেলিম আকবর।
উদ্বোধনকালে তিনি তাঁর বক্তব্যে বলেন, সংস্কৃতি চর্চার জন্য মুক্ত পরিবেশের প্রয়োজন। আজকে মুক্তভাবে সংস্কৃতি চর্চা বন্ধ হয়ে গেছে। আগে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, যাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড করার জন্য কোনো অনুমতির প্রয়োজন হতো না। কিন্তু বর্তমানে অনুমতির নামে সাংস্কৃতিক কর্মীদের বিভিন্নভাবে নাজেহাল করা হয় বলে সাংস্কৃতিক কর্মীরা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে।
তিনি আরও বলেন, সারাদেশে মুক্তভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ খেলাধুলা বাড়িয়ে দিতে হবে। কিশোর গ্যাংসহ মাদকাসক্ত থেকে ছেলেদের দূরে রাখতে হবে। চাঁদপুরে এ ধরনের আয়োজন প্রথমবারের মতো হওয়ায় তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
জাগরণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উৎসব কমিটির সদস্য সচিব রফিকুজ্জামান রনি।
উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, উৎসব কমিটির আহ্বায়ক অ্যাডঃ মাসুদ রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিক আহমেদ মিন্টু, সংগঠক ডাঃ মাসুদ হাসানসহ অতিথিবৃন্দ।
বিকেলের পর্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ।
অনুষ্ঠানে বাঁশি বাজান মোস্তফা কামাল, নারায়ণ দাস, মানিক মজুমদার, রুস্তম আলী বয়াতিসহ অন্যরা।