প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক, বালিয়ার কৃতী সন্তান লায়ন জিএম ইকবাল হোসেন (স্বপন) আর বেঁচে নেই। তিনি দীর্ঘ এক বছর যাবত ক্যান্সারের সাথে যুদ্ধ করে গতকাল ১৯ নভেম্বর শুক্রবার বেলা ১২টায় ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন (ইন্নাল্লিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই সন্তান, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে বালিয়াসহ চাঁদপুরে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার রাত ৯টায় তার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ি বালিয়া দিঘীরপাড় গাজী বাড়ি প্রাঙ্গণে আনা হলে সেখানেই মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন বহরদার।
জিএম ইকবাল হোসেন স্বপন একসময় রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁয়ে চাকরি করতেন। সেখান থেকে তিনি চাকরি ছেড়ে দিয়ে নিজেই ব্যবসা শুরু করেন এবং এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কাজে ভূমিকা রাখেন। তার শেষ ইচ্ছা ছিল জনপ্রতিনিধি হয়ে বালিয়া ইউনিয়নের উন্নয়ন করা। কিন্তু তার সেই ইচ্ছে পূরণ হলো না। বালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকালীন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ইকবাল হোসেন স্বপন। শেষ পর্যন্ত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন।
ঢাকার হাসপাতালের আগে তিনি ভারতে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন। ইকবাল হোসেন স্বপনের মৃত্যুর খবর শুনে তার শুভাকাক্সক্ষী, রাজনৈতিক সহযোদ্ধা, বন্ধু-বান্ধব এবং এলাকাবাসী শোকে মুহ্যমান। আল্লাহ্ তাকে জান্নাত বাসি করুক আমিন।