প্রকাশ : ২০ নভেম্বর ২০২১, ০০:০০
সমাজসেবা অধিদফতরের আওতাভুক্ত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় চাঁদপুর পৌরসভা এবং সদর উপজেলার ভিক্ষুকদের পুনর্বাসনের নিমিত্তে সাক্ষাৎকার নেয়া হয়েছে। ১৮ নভেম্বর বৃহস্পতিবার বেলা ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংক্রান্ত জেলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক চাঁদপুর অঞ্জনা খান মজলিশ এতে সভাপতিত্ব করেন।
সভায় তালিকাভুক্ত ১৭ জনের মধ্যে উপস্থিত ১০ জন ভিক্ষুকের সাথে জেলা প্রশাসক সরাসরি কথা বলেন। তারা কেউ রিকশা ভ্যান, কাপড়ের ভ্রাম্যমাণ দোকান, টং দোকান, ক্ষুদ্র ব্যবসা, গাভী পালন ইত্যাদি চাহিদার কথা জেলা প্রশাসককে জানান।
জেলা প্রশাসক সকলকেই পুনর্বাসনের জন্য উপকরণ সহায়তা দেয়ার জন্য আশ্বস্ত করেন। সভায় আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন, চাঁদপুর শহর সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।