প্রকাশ : ১৯ নভেম্বর ২০২১, ০০:০০
মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) সাদেকুন্নাহারের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। তিনি বলেন, এবারের বিজয় দিবসটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এ বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করার সাথে সাথে মুজিববর্ষের সমাপনী অনুষ্ঠানও রয়েছে। তাই আমাদের প্রতি বছরের কর্মসূচির সাথে ভিন্ন আঙ্গিকে কিছু কর্মসূচি নিতে হবে। মহান মুক্তিযুদ্ধের বীর সেনানীদের সংবর্ধনাও ভালোভাবে করতে হবে। গত বছর করোনাজনিত কর্মসূচি সংকুচিত হলেও এ বছর অবশ্যই তা পূর্ণরূপে হবে।
বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী আবরার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহিদ উল্যা তপাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান হাসান আব্দুল হাই, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সফর আলী প্রমুখ।