প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০
২৩ ডিসেম্বর হাজীগঞ্জের ১১টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে সদস্য ও চেয়ারম্যান পদে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের কাজ চলছে। মঙ্গলবার রাজারগাঁও, বাকিলা, বড়কুল পূর্ব, হাটিলা পূর্ব, গন্ধর্ব্যপুর দক্ষিণ ও হাটিলা পশ্চিম ইউনিয়নের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগে গত রোববার ও সোমবার দুই দিনে ১৩ জন মিলিয়ে সর্বমোট ২২ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহ ও দাখিল চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। মনোনয়ন সংগ্রহকারী প্রার্থীগণের মধ্যে বেশিরভাগ প্রার্থীই নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহকারী চেয়ারম্যান প্রার্থীরা হলেন : রাজারগাঁও ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সার্জেন্ট (অবঃ) মোঃ আব্দুর রব, বাকিলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহআলম মৃধা, বড়কুল পূর্ব ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোঃ আহসান হাবিব ও মজিবুর রহমান মজিব, হাটিলা পূর্ব ইউনিয়ন থেকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মোশারফ হোসেন মানিক, হাটিলা পশ্চিম ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী ডেন্টিস্ট এম আলী মুজিব এবং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী মোঃ শাহাদাত হোসেন রানা ও মোঃ খোরশেদ আলম শুভ।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নকে ৪ ভাগে ভাগ করে ৪ জন রিটার্নিং কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে রাজারগাঁও, কালচোঁ উত্তর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওবায়েদুর রহমান। হাজীগঞ্জ সদর, হাটিলা পূর্ব ও হাটিলা পশ্চিম ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। বড়কুল পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা প্রকৌশলী মোঃ রেজওয়ানুর রহমান এবং বাকিলা ও বড়কুল পশ্চিম ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জুলফিকার আলী।
উল্লেখ্য, এর আগে ১০ নভেম্বর দেশের ৮৪০টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। এর মধ্যে হাজীগঞ্জের উপজেলার ১২টির মধ্যে ১১টি ইউনিয়ন, শাহরাস্তি উপজেলার সবকটি (১০টি) ইউনিয়ন এবং হাইমচর উপজেলার ৬টির মধ্যে ২টি ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর। মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহার ৬ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আসছে ২৩ ডিসেম্বর।