প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০
শাহরাস্তিতে রেললাইনের পাশের ভোবা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শিবপুর বাংলাবাজার এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা যায়, স্থানীয়রা মৃতদেহ দেখে শাহরাস্তি থানায় খবর দিলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেলওয়ে পুলিশকে অবহিত করে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ধারণা করা হচ্ছে ট্রেনের সাথে ধাক্কা লেগে যুবকের মৃত্যু হয়েছে। তবে অনেকেই ধারণা করছেন তাকে হত্যা করে এখানে ফেলে দেয়া হয়েছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু মৃতদেহটি রেলওয়ের জায়গায় থাকায় আমরা রেলওয়ে পুলিশকে অবহিত করি। রেলওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃতদেহটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সে ট্রেনের সাথে ধাক্কা লেগে মারা গিয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।