প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০০:০০
করোনাকালে ডাক্তাররা নিরলস পরিশ্রম করেছেন
কোভিড-১৯ তথা করোনাকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসকরা নিরলস পরিশ্রম করেছেন। তাঁরা নিজের জীবনের মায়া করেন নি। নিজের পরিবারের সদস্যদের দিকে তাকান নি। অতিমারির এ সময়টাতে তাঁরা সর্বোচ্চটুকু দিয়ে মানুষের সেবা করেছেন। কোনো মানুষ চিকিৎসা ছাড়া ফেরত গেছে এ কথা কেউ বলতে পারবে না। একইভাবে এ হাসপাতালের নার্সরাও জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়েছেন। সে জন্যে তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
|আরো খবর
এভাবেই আড়াইশ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনিসহ অন্যরা। গতকাল মঙ্গলবার চাঁদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।