প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে চিকিৎসা ক্ষেত্রে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতা অব্যাহত রয়েছে। এই ট্রাস্ট ইতোমধ্যে চাঁদপুরের চিকিৎসাঙ্গনে অনেক পরিবর্তন এনেছে। নতুন অনেক কিছুর সংযোজন হয়েছে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পৃষ্ঠপোষকতায়। বিশেষ করে করোনাকালে এই ট্রাস্টের অবদান চাঁদপুরবাসীর মুখে মুখে। এখন জেলার সর্ববৃহৎ হাসপাতালে নতুন করে আরো দুটি চিকিৎসা সামগ্রী দিচ্ছে এই ট্রাস্ট।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দুটি এনেস্থিসিয়া মেশিন দেয়া হচ্ছে ভাষাবীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে। ট্রাস্টের অন্যতম ট্রাস্টি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালে নিজে এসে দুটি জেনারেল এনেস্থিসিয়া মেশিন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন। এর দ্বারা জেলার এ হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম আরো বেগবান হবে বলে প্রত্যাশা করছেন জেলাবাসী।