রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০০:০০

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে
মাহবুব আলম লাভলু ॥

পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদের নির্বাচন করার জন্য নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে। পুলিশ যথাযথভাবেই দোষীদের শনাক্ত করেছে। যারা দোষী, তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন ‘সুষ্ঠু ইলেকশনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। সেটাই করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য তারা কাজ করে যাচ্ছে’।

ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, পুলিশ পুলিশের কাজ করছে। বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। সবসময়ই আপনারা দেখে আসছেন, ইউপি নির্বাচন হলো গোষ্ঠী গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এই নির্বাচনে ঝগড়াঝাটি হয়েই থাকে।

তিনি আরও বলেন, যে সহিংসতা করবে, পুলিশ যথাযথভাবেই তাদের শনাক্ত করেছে। যারা দোষী, তাদের গ্রেপ্তার করা হয়েছে। যারা এ চক্রান্তের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গতকাল সোমবার দুপুরে মতলব উত্তর থানায় গ্রাম পুলিশের সাপ্তাহিক সমাবেশে ব্রিফিং করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ, সেকেন্ড অফিসার প্রকাশ প্রণয় দে।

এর পূর্বে থানার ভেলিভারি সেন্টারে থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়