প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০০:০০
খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে গিয়ে আব্দুর রহমান ও আব্দুল্যাহ নামে তিন বছর বয়সী জমজ দুই সহোদরের করুণ মৃত্যু হয়েছে। ১৫ নভেম্বর সোমবার সকালে উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম আলোনিয়া গ্রামের কবিরাজ বাড়িতে এই ঘটনা ঘটে। শিশু দুটির পিতা জসিম উদ্দিন পেশায় একজন পল্লী চিকিৎসক।
জমজ দুই সহোদরের চাচাতো ভাই আকরাম জানান, তার ভাইয়ের দুই জমজ সন্তান তিন বছর বয়সী আব্দুর রহমান ও আব্দুল্যাহ সোমবার সকালে বাড়ির সামনে খেলছিল। এ সময় তাদের মা শারমিন আক্তার ঘরে রান্নার কাজ করছিল। খেলাচ্ছলে এক পর্যায়ে শিশু দু’টি বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর ওই বাড়ির একজন পানিতে দুই জোড়া জুতা ভাসতে দেখে তাদের দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ কামরুল হাসান জানান, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসলেও এর আগেই তাদের মৃত্যু হয়।