প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ০০:০০
পিতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া ত্রিশ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মকালীন সময়ে নিজ ইউনিয়নকে উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি হিসেবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। সমাজসেবা ও জনহিতৈষী কাজে নিজেকে বিলিয়ে দেয়ায় পুরো ইউনিয়নে এখনো তার জনপ্রিয়তা অসম্ভব। সেই পিতার সন্তান হিসেবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা বেনজির আহমেদ সুমন।
আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে খ্যাত ফরিদগঞ্জ উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অন্যতম বেনজির আহমেদ সুমন শিক্ষা জীবনে কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি সম্পন্ন করে উত্তরা ইউনির্ভাসিটি থেকে এমবিএ শেষ করার পর ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৯৬ সালে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর ১৯৯৭ সালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। একই সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ২০০৩ সালে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হন। ২০০৮ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হলেও বয়সজনিত কারণে নির্বাচন করতে পারেননি। বর্তমানে তিনি ঢাকাস্থ ফরিদগঞ্জ উপজেলা প্রাক্তন ছাত্রলীগ ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সকল স্থানীয় সরকার নির্বাচন নিজ কেন্দ্রের কেন্দ্র কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন ছাড়াও পুরো ইউনিয়নে দলীয় প্রার্থীর জয় নিশ্চিতে কাজ করেছেন।
পিতার ঐতিহ্য ও রাজনৈতিক অবস্থানের কারণে নয়, ইতিমধ্যেই বেনজির আহমেদ সুমন নিজের ইমেজ দিয়ে ইউনিয়নের প্রতিটি গ্রামের যুবসমাজ ও সাধারণ মানুষের মাঝে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। নির্বাচনী মাঠে প্রার্থী হিসেবে আলোড়ন সৃষ্টি করেছেন।
বর্তমান বৈশ্বিক করোনা মহামারী চলাকালীন সময়ে প্রথম যখন সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছিল, ঠিক তখনই ইউনিয়নের তৃণমূল পর্যায়ের কর্মহীন হয়ে যাওয়া শ্রমজীবী অসহায় সাধারণ গরিব পরিবারের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, নিজ এলাকার হাট-বাজারগুলোতে জনসচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন মসজিদ ও মন্দিরে হাত পরিষ্কার করার সাবান, ভাইরাস ধ্বংস করার স্প্রে বিতরণ করেছেন তিনি। এসব সেবামূলক কর্মকা- পরিচালনা করাসহ বিভিন্ন সামাজিক সংগঠন পরিচালনার মাধ্যমে এলাকায় বেশ পরিচিতি লাভ করেছেন তিনি। তার সংগঠন ঢাকাস্থ ফরিদগঞ্জ প্রাক্তন ছাত্রলীগ ফোরামের উদ্যোগে করোনা রোগীদের জন্য ৩০টি গ্যাস সিলিন্ডার সরবরাহ করেছিলেন।
বেনজির আহমেদ সুমনের দাদা মরহুম সালামত উল্ল্যাহ ভূঁইয়া ব্রিটিশ খেদাও আন্দোলনে সক্রিয় অংশগ্রহকারী। এ কারণে তাকে হুলিয়ার আসামী হতে হয়েছিল। এছাড়া তিনি দীর্ঘ ৪০ বছর ধরে ইউপি সদস্য হিসেবে সমাজসেবা করে গেছেন। পিতা গুপ্টি পূর্ব ইউনিয়নের ৩০ বছরের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ভূঁইয়া। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তার হাত ধরে ইউনিয়নে একের এক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে। বর্তমানে ইউনিয়নে যে ক’টি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে সবক’টিতেই তার অবদান রয়েছে। ৩০ বছর চেয়ারম্যান থাকাবস্থায় নিজের সম্পত্তি বিক্রি করে ইউনিয়নের জনগণের সেবা করেছেন তার বাবা। তার বাবা ২০১৬ সালের ইউপি নির্বাচনেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন না পেলেও দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করে বিজয় নিশ্চিত করেছেন।
নিজ ইউনিয়ন সর্ম্পকে বেনজির আহমেদ সুমন জানান, গুপ্টি পূর্ব ইউনিয়নটি মাদকের পাইকারী বাজারে পরিণত হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমানাবর্তী ইউনিয়ন হওয়ায় মাদক বিক্রেতারা অতি সহজে ইউনিয়নটিকে ব্যবহার করছে। দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে ওয়ার্ড ভিত্তিক মাদক বিরোধী কমিটি করে এই ইউনিয়ন থেকে চিরতরে মাদক ব্যবসা ও সেবন দুটোই বন্ধ করে দেব। এলাকায় সাধারণ শিক্ষার সাথে সাথে কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করবো। যাতে ছাত্র-ছাত্রীরা তাদের কর্ম জীবনে চাকুরির পাশাপাশি উদ্যোক্তা হয়ে নিজেকে এবং দেশকে এগিয়ে নিতে পারে। দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থাকে টেকসই উন্নয়নের মাধ্যমে মানুষকে স্বাছন্দ্য দিতে চেষ্টা করবো।
তিনি বলেন, আমার দাদা, এরপর আমার বাবা গুপ্টি পূর্ব ইউনিয়নে দীর্ঘকাল ধরে জনসেবা করার কারণেই পুরো উপজেলার মানুষ উভয়জনকেই একনামে চিনেন। সেই ধারাবাহিকতায় আমার পারিবারিক সামাজিক ও রাজনৈতিক দিকগুলো দেখে দল আমাকেই মনোনয়ন দিবে বলে আমার বিশ্বাস। দলের প্রতি সবসময়ই আমার বিশ্বাস ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সর্বোপরি গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলছেন, সেই ধারাবাহিকতা ধরে রাখতে গুপ্টি পূর্ব ইউনিয়নেও উন্নয়নের স্রোতেধারাকে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন বেনজির আহমেদ সুমন।