প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০০:০০
‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’ এই প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাবের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা দেয়া হয়েছে। দিবসটি উপলক্ষে সংগঠনের উদ্যোগে শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সহযোগিতায় ১৪ নভেম্বর বিকেলে লেডী দেহলভী হাই স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈদয়া বদরুন নাহার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কবি ও লেখক রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ছাবেরা ইসলাম।
ক্লাবের সভাপতি মাহমুদা খানমের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মুক্তা পীযূষের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ সৈদয়া বদরুন নাহার চৌধুরী বলেন, এ ক্লাবের যারা নেতৃত্বে দিচ্ছেন তারা সমাজে ভালো কাজের অংশ হিসেবে আজকে আপনাদের সেবা দিচ্ছেন। আপনারা যারা এখানে আছেন সবাইকে আমি একটি সুখবর দিতে চাই, সেটা হলো আজকের এই কার্যক্রমের প্রেসক্রিপশনটি নিয়ে গেলে আপনাদের আমি ফ্রি চিকিৎসা দিবো। আর ডায়াবেটিস নিয়ন্ত্রণে করণীয় বিষয় অবশ্যই মেনে চলতে হবে। কারণ সুস্থতা হলো সকল সুখের চাবিকাঠি। আপনারা সুস্থ থাকলে আপনাদের পরিবার সুস্থ থাকবে। এছাড়া সুস্থ থাকার জন্যে আমাদের নিয়মিত হাঁটা-চলা করতে হবে। সুষম খাবার খেতে হবে। ডায়াবেটিস একটি সারাজীবনের রোগ।
অনুষ্ঠানে ডায়াবেটিস রোগ হলে করণীয় এবং চিকিৎসা সেবা নিয়ে বক্তব্য রাখেন কবি ও লেখক রোটাঃ ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ ছাবেরা ইসলাম ও চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী রোটাঃ উজ্জ্বল হোসাইন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাবের সাবেক সভাপতি ফাতেমা হোসেন লাভলী। চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজমুন নাহার।
উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি তাসলিমা মুন্নী, ভাইস প্রেসিডেন্ট রওশন আক্তার, মিতু আক্তার, এডিটর নাছরিন আক্তার, সদস্য রুবিনা মরিয়ম, সদস্য মুক্তা আক্তার, অনিমা সেন চৌধুরী প্রমুখ।