রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২১, ০০:০০

ইজিবাইক নম্বরবিহীন পাওয়া গেলে সেটাই হবে অবৈধ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেছেন, চাঁদপুর শহরে মানুষের চলাচল বেশি, গাড়িও বেশি। কিন্তু রাস্তার প্রশস্ততা খুবই কম। রাস্তা প্রশস্তকরণে অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে। সেটা মোকাবেলা করেই আমরা এগুচ্ছি। আবার বিকল্প রাস্তা করার পরিকল্পনাও করছি। মুখার্জি ঘাট থেকে চৌধুরী ঘাট পর্যন্ত একটি রাস্তার পরিকল্পনা রয়েছে। এছাড়া বঙ্গবন্ধু সড়ক দুই লেন করা হবে শাহতলী পর্যন্ত। ২শ’ কোটি টাকার প্রকল্প প্রণয়ন করেছি। সেটা জুন মাসের মধ্যে হবে এমনটা আশা করছি।

তিনি আরো বলেন, চাঁদপুরে আমরা ইজিবাইক ডিজিটাল নেমপ্লেট করেছি। সেখানে অবৈধ গাড়ি চালানোর সুযোগ নেই। এমনকি ওই লাইসেন্স শনাক্তকরণ খুব সহজ পদ্ধতি। ইজিবাইক নম্বরবিহীন পাওয়া গেলে সেটাই হবে অবৈধ। আমি আগের তুলনায় ইজিবাইকের লাইসেন্স কম দিয়েছি। বর্তমানে চাঁদপুর শহরে ইজিবাইক চালানোর জন্য লাইসেন্স দেয়া হয়েছে ২৬২৭টি। সিএনজি অটোরিকশা সেটা আমার অধীনে নয়। শহরের রাস্তাগুলো ২০ থেকে ৩০ টন লোড নিতে পারে না। কিন্তু দেখা গেছে, সেখানে ৪০ থেকে ৫০ টনের গাড়ি চলে। এতে করে রাস্তাগুলো খুব দ্রুতই নষ্ট হয়ে যায়। রাস্তা প্রশস্ত করতে গিয়ে বিদ্যুতের খুঁটিগুলোও আমাদের সারাতে হয়। এ যাবৎ ২ লাখ টাকার মতো ঠিকাদারি বিল দিয়েছি।

রোববার ১৪ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়