প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরদিন ৬নং ওয়ার্ডে ৯৫নং মধ্য মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বেশ কিছু ব্যালট পেপার উদ্ধার করেছে স্থানীয়রা। ভোটের পরের দিন শুক্রবার সন্ধ্যায় ভোটকেন্দ্রের পেছনে সাদা ব্যাগের ভেতর মোড়ানো এসব ব্যালট পেপার পরিত্যক্ত অবস্থায় পায় বলে স্থানীয়া জানায়।
এই কেন্দ্রের তালামার্কার মেম্বার প্রার্থী ছলেমান শেখের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ করেন প্রতিপক্ষ মেম্বার প্রার্থী টিউবওয়েল মার্কার আকতার খান। ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় সেদিকেই ইঙ্গিত করে স্থানীয়রা।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে সাক্ষীদের সাক্ষ্য নিয়ে উদ্ধারকৃত ব্যালট পেপারগুলো নিয়ে আসে।
পরাজিত মেম্বার প্রার্থী আক্তার হোসেন জানান, সাধারণ ওয়ার্ডের মেম্বারের ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে প্রতিপক্ষ তালা মার্কার মেম্বার প্রার্থী ছলেমান শেখকে বিজয়ী করতে ভোট কারচুপি করা হয়েছে।
অপরদিকে বিজয়ী মেম্বার ছলেমান শেখ বলেন, প্রতিপক্ষ পরাজিত মেম্বার প্রার্থী আখতার হোসেন খান নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে।