রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০০:০০

দেশে বিরাজমান সম্প্রীতি রক্ষায় সরকার যথেষ্ট সচেতন রয়েছে
বিমল চৌধুরী ॥

ধর্মীয় ভাবগাম্ভীর্য আর স্বাস্থ্যবিধি মেনে প্রতিবছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হয়েছে পুরাণবাজার শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির ও আশ্রমের ২৫তম বাৎসরিক ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব।

এই উৎসব উপলক্ষ্যে গত ১২ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় হরিসভায় রোডস্থ শ্রীশ্রী লোকনাথ মন্দির ও আশ্রমে লোকনাথ বাবার জীবনী নিয়ে ডিজিটাল চলচ্চিত্র প্রদর্শনী ‘পূর্ণব্রহ্ম শ্রীশ্রী লোকনাথ’ শুভ অধিবাস, মঙ্গলিক ঘট স্থাপন, ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে গঙ্গা আহ্বান, ফল ও মিশ্রি ভোগ নিবেদনসহ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

পরদিন ১৩ নভেম্বর গতকাল শনিবার সকালে পর্যায়ক্রমে মিশ্রি ভোগ, সিদ্ধ ভোগ নিবেদন, ষোড়শ পূজা, রাজ ভোগ ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টায় শ্রীশ্রী লোকনাথ বাবার শীতল ভোগ শেষে সন্ধ্যায় দেশ ও জাতির কল্যাণ কামনায় শত শত উপবাসী নারী, পুরুষ ভক্তি শ্রদ্ধা সহকারে শ্রীশ্রী লোকনাথ বাবার সন্তুষ্টির লক্ষ্যে প্রদীপ দানের মহাপূজা মঙ্গলিক ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন করেন। ধূপ-ধুনা আর ঘৃতপ্রদীপের প্রজ্জ্বলিত আলোয় আলোকিত হয়ে উঠে মন্দির অঙ্গন। ব্রতীসহ ভক্তদের ব্যাপক উপস্থিতিসহ তাদের উচ্চারিত শ্রীশ্রী লোকনাথ বাবার নাম যজ্ঞে মুখরিত হয়ে উঠে চারপাশের পরিবেশ।

সন্ধ্যায় আয়োজিত উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যডঃ জিল্লুর রহমান জুয়েল। উপস্থিত হন জেলা পূজা উদ্যাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন।

প্রধান অতিথি পৌর মেয়র অ্যডঃ জিল্লুর রহমান জুয়েল ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশ বজায় রেখে নিজেদের ও দেশের কল্যাণ কামনায় উপবাসী ব্রতীদের ব্যাপক উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, স্রষ্টার প্রতি বিশ্বাস আর মানুষের প্রতি ভালোবাসা না থাকলে এমন সুন্দর আয়োজন সম্ভব হতো না। আমাদের সকলের উচিত মানুষকে ভালোবাসা এবং মানুষের কল্যাণে কাজ করা। যদি তা পারি তাহলেই আমরা সৃষ্টিকর্তার সাধনায় সফল হবো। আমরা সকলেই স্রষ্টার আনুকূল্য লাভে সচেষ্ট রয়েছি, তা সে যে ধর্মের অনুসারীই হোক না কেন। আমরা মানুষের কল্যাণকর কাজে বিশ্বাসী। আমাদের মাঝে এমন কেউ কেউ আছেন, যারা অন্যের ভালো দেখতে পারেন না, মানুষকে ভালোবাসতে জানেন না। তবে তারা সংখ্যায় কম হলেও সকল সময়ই সচেষ্ট থাকেন মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করতে, আমাদের বিরাজমান সম্প্রীতি নষ্ট করতে। তবে আমরা এ সকল দুষ্ট চক্রের ফাঁদে পা দেব না। সমাজের শান্তি-শৃঙ্খলায় রক্ষায় সকলে মিলে মিশে কাজ করবো। সকলে সকলের ধর্মীয় উৎসব পালনে সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেব। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সম্প্রীতি অক্ষুণ্ন রাখবো। তিনি আরো বলেন, আপনারা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন। আমরা আপনাদের পাশে রয়েছি। দেশে বিরাজমান সম্প্রীতি রক্ষায় সরকার যথেষ্ট সচেতন রয়েছে। মনে রাখবেন, এ দেশ এ মাটি আমার, আপনার, সকলের। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তিনি আরো বলেন, আপনারা সকলের মঙ্গল কামনায় এখানে সমবেত হয়েছেন, আপনাদের সমবেত উপাসনায় সমাজ উপকৃত হবে। আপনারা প্রার্থনা করবেন ভয়াবহ নদী ভাঙ্গনের হাত থেকে যেন এ অঞ্চলটি রক্ষা পায়। আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আপনাদেরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় আমার চেষ্টা অব্যাহত রয়েছে। শহর রক্ষা বাঁধ রক্ষায় সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। সকলে প্রার্থনা করবেন আমরা যেন নান্দনিক শহর নির্মাণসহ এ অঞ্চলকে একটি সুন্দর পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি। তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে আরো বলেন, আপনাদের প্রতি ডাঃ দীপু মনি অনেক আন্তরিক রয়েছেন। তিনি দেশের বাইরে অবস্থান করায় এ উৎসবে উপস্থিত হতে পারেননি। তিনি আপনাদের এ উৎসবের সফলতা কামনা করেছেন। আপনারা মাননীয় মন্ত্রী মহোদয়ের জন্য দোয়া করবেন, তিনি যেন মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে পারেন।

মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি কার্তিক চন্দ্র সাহার সভাপ্রধানে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদ ও হরিসভা মন্দির কমপ্লেক্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়।

লোকনাথ মন্দির ও আশ্রমের সাংগঠনিক সম্পাদক তন্ময় বণিকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ, আরওআই টান্ডু সাহা, পুরাণবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা, সমাজকল্যাণ সম্পাদক লিটন সাহা, যুগ্ম সম্পাদক নেপাল সাহা, পৌর কাউন্সিলর মোঃ মালেক শেখ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ কামাল হাওলাদার, লোকনাথ মন্দির ও আশ্রমের সহ-সভাপতি প্রমোদ চন্দ্র দাস, প্রভাষ সাহা, যুগ্ম সম্পাদক অরুপ রতন দাস, সুমন ঘোষ, সুমন দাস, শম্ভুদাসহ প্রমুখ নেতৃবৃন্দ। ঘৃতপ্রদীপ প্রজ্জ্বলন ও পূজায় পৌরোহিত্য করেন হরিসভা মন্দির কমপ্লেক্সের অধ্যক্ষ কেদারনাথ চক্রবর্তী। অনুষ্ঠানকে ঘিরে প্রচুর ভক্ত উপস্থিতি পরিলক্ষিত হয়।

প্রদীপ প্রজ্জ্বলন শেষে সুশৃঙ্খলভাবে উপবাসী ব্রতীগণ, প্রজ্জ্বলিত প্রদীপ পাশ^বর্তী মেঘনা নদীতে ভাসিয়ে দেন। এ সময় ভাসমান প্রদীপের আলোয় প্রজ্জ্বলিত হয়ে উঠে নদীর পাড় সংলগ্ন এলাকা। জয় লোকনাথ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পরিবেশ। প্রজ্জ্বলিত প্রদীপের সারিবদ্ধ আলোতে অভিভূত হয়ে পড়ে শত শত ভক্ত অনুরাগী। তারা দীর্ঘক্ষণ ধরে তা অবলোকন করেন। উপবাসী ব্রতীদের মাঝে আয়োজকগণ পানীয় জলসহ প্রসাদ বিতরণ করেন।

সুশৃঙ্খল ও সুন্দরভাবে উৎসব সম্পন্ন হওয়ায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পুরানবাজার শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির ও আশ্রম কমিটির সভাপতি কার্তিক চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক দীপক রায়। তারা আগামীদিনেও এমনি করে সকল ধর্মীয় অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়