প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০০:০০
তৃতীয় দফায় হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। শনিবার বিকেল ৫টার দিকে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ। এ অবস্থায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। কেননা, যেকোনো সময় তার শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা দরকার। অনিচ্ছুক হওয়া সত্ত্বেও শারীরিক অবস্থা বিবেচনায় তাকে হাসপাতালে নেওয়া হলো।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। এজন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্টজন জানান, খালেদা জিয়ার শরীরের অবস্থা ভালো নয়। এবার হয়তো লম্বা সময় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হতে পারে।
তিনি বলেন, ম্যাডামকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। তার দুই পুত্রবধূ ডাঃ জোবাইদা রহমান ও সৈয়দ শর্মিলা রহমান সিঁথি অনেক বুঝিয়ে তাঁকে হাসপাতালে যেতে রাজি করিয়েছেন।
এদিকে, খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার খরব শুনে তাঁর বাসভবনের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হন। নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
গত ১২ অক্টোবর জ্বরে আক্রান্ত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭ নভেম্বর সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসা হয়। এরা আগে, ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। পরে ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন তিনি। সূত্র : ঢাকা পোস্ট।