রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ০০:০০

হাজীগঞ্জে কিশোরীর লাশ উদ্ধার
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের রামপুর মজুমদার বাড়িতে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মজুমদার বাড়ির প্রবাসী মফিজুল ইসলামের ছোট মেয়ে তানিয়া আক্তার (১৯)। শনিবার দুপুরে তার মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ হারুন ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘটনাস্থল পরিদর্শ করেন। বছরখানেক আগে উপজেলার বাজনাখাল এলাকায় তার বিয়ে হয়। সেখান থেকে তালাকপ্রাপ্ত হয় ওই কিশোরী। শনিবার সকালে সে একই বাড়ির প্রবাসী সফিউল্লাহর বসত ঘরে গলায় ফাঁস দেয়।

হাজীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাড়ির প্রবাসী সফিউল্লার বসত ঘরের জানালার সাথে ঝুলন্ত অবস্থায় হাজীগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে।

প্রবাসী সফিউল্লার স্ত্রী সালমা আক্তার জানান, কয়েকদিন ধরে তার ঘরে ঘুমায় তানিয়া। শনিবার সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে তাদের ঘরে যায়। সেখান থেকে কোনো এক সময় এসে ওই ঘরের একটি কক্ষে ঢুকে দরজা আটকিয়ে দেয়। হঠাৎ কক্ষের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তানিয়ার ঝুলন্ত লাশ দেখা যায়। পরে ডাক-চিৎকার দিয়ে তার বোনকে ডেকে এনেছি।

কিশোরীর বোন জান্নাত আক্তার বলেন, বাড়ির লোকজন এসে দরজা ভেঙ্গে তানিয়ার ঝুলন্ত মৃতদেহ দেখে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়