প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুরে তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান শাহীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে চাঁদপুর শহরে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী গোলাম মোস্তফা, শহর বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, জেলা যুবদল নেতা ডিএম জুয়েল ও আবু আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শাহআলম চোকদার, যুবদল নেতা মিন্টু তালুকদার, মুজিবুর রহমান মুজিব, হুমায়ুন বেপারী, ওসমান গণি জনি, সুকুমার, কিরণ, শহর স্বেচ্ছাসেবক দল নেতা ওসমান, রোকন উদ্দিনসহ জেলা বিএনপির একাংশের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।