রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ০০:০০

মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়েছেন যারা তাদের থেকে দূরে থাকুন
মোহাম্মদ মহিউদ্দিন/মেহেদী হাসান ॥

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাইকল্পে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার সাচার ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের পরিচালনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দলীয় শৃঙ্খলা মেনে তৃণমূলের সাথে সম্পৃক্ত ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান প্রার্থীকে আপনারা চেয়ারম্যান পদে নৌকার প্রতীকের জন্যে মনোনীত করবেন। এক্ষেত্রে ইউপি নির্বাচনকে সামনে রেখে যারা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের স্থান আওয়ামী লীগে নেই। আর যারা নৌকা প্রতীক পাইয়ে দেয়ার নামে মনোনয়ন বাণিজ্যে লিপ্ত হয়েছেন আপনারা তাদের থেকে দূরে থাকুন। তারা আওয়ামী লীগ নয়, নৌকার নামে নিজেদের পকেট ভারী করতে এসেছে। আপনারা এদের থেকে দূরে থাকবেন।

বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জিএম আতিকুর রহমান, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, হুমায়ুন কবির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মোঃ শাহজাহান, মোতাহের হোসেন দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।

সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্যে ৭জনের নাম প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে আসে। তাঁরা হচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মনির হোসেন, সাবেক সভাপতি কলিমউল্লাহ, আওয়ামী লীগ নেতা সেলিম মজুমদার শুভ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, উপজেলা যুবলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক নিমাই সরকার এবং মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা আমেনা বেগম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়