প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০
জনগণ যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে কেন্দ্রে সে ব্যবস্থা রাখতে হবে
------------পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)
চাঁদপুর সদর উপজেলার ইউপি নির্বাচন উপলক্ষে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বুধবার জেলা পুলিশ লাইন্সে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)। তিনি তাঁর বক্তব্যে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কাজ করতে হবে। কেন্দ্রে নিরাপত্তা প্রদানসহ সাধারণ জনগণ যেনো নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সে ব্যবস্থা করতে হবে।
|আরো খবর
সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী সকল ব্যক্তিকে কড়া নজরদারিতে রাখতে হবে। এছাড়াও তিনি সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।