রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১১ নভেম্বর ২০২১, ০০:০০

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যেখানে আছে সেখানে পর্যটন কেন্দ্র হবেই : পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী

মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যেখানে আছে সেখানে পর্যটন কেন্দ্র হবেই : পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী
স্টাফ রিপোর্টার ॥

দীর্ঘ ৭ বছর চাঁদপুর পর্যটন কেন্দ্র নির্মাণ কার্যক্রম ফাইলবন্দী থাকার বিষয়ে বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী চাঁদপুর কণ্ঠকে বলেন, চাঁদপুরে আধুনিক মানের একটি পর্যটন কেন্দ্র নির্মাণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে। আমরা সে লক্ষ্যে কাজ করেছি। জায়গাটি রেল মন্ত্রণালয়ের হওয়ায় ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কাজটি শুরু করতে পারিনি। মাত্র ১.০৬ একর জায়গা চেয়ে রেলমন্ত্রণালয়ে চিঠি পাঠানোর

তিনি বলেন, ৭ বছরেও কোনো সাড়া মিলেনি। কেন মিলেনি সেই উত্তরও আমার জানা নেই। আপনারা চাঁদপুরবাসী খোঁজ নিন। চাঁদপুরের মাননীয় সাংসদরা খোঁজ নিয়ে দেখুক কোথায় কেন আটকে আছে ভূমি হস্তান্তরের ফাইলটি।

'যদি কোন কারণে রেলওয়ে জায়গা না দেয় তবে পর্যটন মন্ত্রণালয় পর্যটন কেন্দ্র করতে পারবে কি-না?' এমন প্রশ্নের জবাবে পর্যটন মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি যেখানে আছে সেখানে পর্যটন কেন্দ্র হবেই।

মন্ত্রী আরও বলেন, পর্যটন কেন্দ্র করতে আমাদের (পর্যটন কর্পোরেশনের) আগ্রহ ও ইচ্ছা শক্তির কমতি নেই। আমরা আমাদের পদক্ষেপ নিয়েছি। রেলওয়ে যদি ভূমি হস্তান্তর বা তা ব্যবহারের কোনো ক্লিয়ার ম্যাসেজ না দেয় তবে তো আমাদের কিছু করার নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়