সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৫ জুলাই ২০২১, ০০:০০

কচুয়ায় টোল বাজার ব্যক্তি নামে লিজ নেয়ার পাঁয়তারা ॥ জনমনে ক্ষোভ
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলাধীন পৌর বাজারের পাট ও ছাগল বেচাকেনার স্থল (টোল বাজারের অংশ) লিজ দেওয়ার প্রস্তাব দেওয়ায় জনমনে প্রচ- ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাবেক ৮৩নং হালে ৯৯নং করইশ মৌজার কচুয়া বাজারস্থ সাবেক ৩১৫ দাগে তালুকদার মার্কেটের দক্ষিণ সংলগ্ন স্থানে পাবলিক টয়লেটের দক্ষিণ পাশে উক্ত টোল বাজারটি দীর্ঘদিন থেকে পাট ও ছাগল বেচাকেনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এ টোল বাজার অংশের জায়গা লিজ দেয়া হলে পাট ও ছাগল বেচাকেনার দারুণ সঙ্কট সৃষ্টি হবে বলে বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা অভিমত প্রকাশ করেছেন।

এ ব্যাপারে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা বলেন, টোল বাজারের পশ্চিম অংশে ফেরি শ্রেণিভুক্ত জায়গা লিজ দেয়ার জন্যে প্রস্তাব পাঠানো হয়েছে। কেউ যাতে অবৈধভাবে এ জায়গা দখল করে নিতে না পারে সে লক্ষ্যে লিজ দেয়ার জন্যে প্রস্তাব পাঠিয়েছি।

কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন জানান, টোল বাজারের জায়গা লিজ দেয়া হলে নতুন করে পাট ও ছাগল বেচাকেনার স্থান নির্ধারণে দারুণ সঙ্কট সৃষ্টি হবে। এমনকি স্থানের অভাবে কচুয়া উপজেলার প্রসিদ্ধ পণ্য পাট ও ছাগল বেচাকেনার বন্ধ হয়ে যেতে পারে। তাই জনস্বার্থে উক্ত টোল বাজারের জায়গা লিজ না দেয়ার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকের নিকট ক’মাস পূর্বেই পত্র প্রেরণ করেছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এবং কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও উক্ত পত্রের অনুলিপি দিয়েছি। তারপরও কচুয়ার সহকারী কমিশনার (ভূমি) অফিসের পিয়ন কাউছারের পিতা ছিদ্দিকুর রহমানসহ কয়েক ব্যক্তির নামে লিজ দেয়ার প্রস্তাব পাঠানোর বিষয়ে আমি বিস্মিত।

নাম প্রকাশ না করার শর্তে বাজারের ক’জন ব্যবসায়ী জানান, লিজ গ্রহণ করে দোকানপাট নির্মাণ তথা ব্যবসা চালু করে টোল বাজারের সব জায়গা তারা যে ব্যবহার করবে তাতে সন্দেহ নেই। তাতে উক্ত টোল বাজারের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। বাজার ব্যবসায়ী ও স্থানীয়রা উক্ত টোল বাজারে জায়গা লিজ না দেয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়