রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ০০:০০

অভিন্ন থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে
স্টাফ রিপোর্টার ॥

আগামী ১১ নভেম্বরের ইউপি নির্বাচনে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী রফিকুল্লাহ পাটওয়ারীর সমর্থনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর মঙ্গলবার বিকেলে ফরক্কাবাদ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সবকিছু বিবেচনা করেই রফিকুল্লাহ পাটওয়ারীকে মনোনয়ন দিয়েছেন। আপনারা জানেন, তিনি একজন সজ্জন ব্যক্তি। কাজেই আমাদের সবাইকে এক ও অভিন্ন থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আমাদের অনেকের ধারণা, নৌকা পেলেই পাস! এ কথা বলে ঘরে বসে থাকা চলবে না। সরকারের উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে আমাদের দলীয় চেয়ারম্যান প্রয়োজন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, নৌকা মার্কার প্রার্থী রফিকুল্লাহ পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, জেলা আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, ফরিদগঞ্জ উপজেলার চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদস্য গাজী আব্দুল গণি, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজি প্রমুখ।

বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন বহদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হান্নান মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মঞ্জিল খান, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন নিবিড়, যুগ্ম আহ্বায়ক আরিফ তালুকদার ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুর রহমান শেখ। সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়