রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০

আমার পিতার মুখ

আমার পিতার মুখ
অনলাইন ডেস্ক

আমার পিতার মুখ স্মৃতিপটে যখনি ভাসে,

অঝোর ধারায় দু’নয়ন বেয়ে অশ্রু আসে!

হীন হায়াতে আমি অধম করেছি বড়ই অবহেলা,

পিতৃসেবা ভাগ্যে জোটে নি, দুনিয়াদারিতে কেটেছে বেলা।

যখন আমি অবসরে, তখন তিনি পরপারে,

বড়ই বুজুর্গ ছিলেন, ক্ষমা করেছেন প্রভু, আছি এ বিশ্বাসে!

আমার পিতার মুখ স্মৃতিপটে যখনি ভাসে,

অঝোর ধারায় দু'নয়ন বেয়ে অশ্রু আসে!!

মনে পড়ে, শৈশবে পিতার আঙ্গুল ধরে হেঁটে চলা পথ,

শিখায়েছেন নানা দোয়া দরূদ, রুখিতে বালা মুসিবত।

দারিদ্র্যে মাথা নোয়াননি কারো কাছে এতটুকু কভু,

মানুষ করেছেন আমাদের, জীবন কেটেছে অনায়াসে!

আমার পিতার মুখ স্মৃতিপটে যখনি ভাসে,

অঝোর ধারায় দু'নয়ন বেয়ে অশ্রু আসে!!

ওয়ায়েস করনীসম আশেকে রাসূল* ছিলেন মশহুর,

বাতেলের সাথে করেছেন জেহাদ, জীবন তাতে ভরপুর।

মিথ্যার সাথে আপোষ নয়, এই ছিল তাঁর জীবনের ব্রত,

রাসূল* নোমা পেয়েছেন দীদার, তাতে যত দুঃখ নাশে!

আমার পিতার মুখ স্মৃতিপটে যখনি ভাসে,

অঝোর ধারায় দু'নয়ন বেয়ে অশ্রু আসে!!

আমরা যারা বংশধারা দোয়া মাগি, আয় রাহমান,

মাক্কাম বুলন্দ করো তাঁর, ঠিকানা হয় যেন গুলিস্তান!

তাঁর উসিলায় ক্ষমো মোদের প্রভু, তব দ্বারে মিনতি,

ফরিয়াদ তব কাছে, আখেরে রাখিও তাঁর পাশে!

আমার পিতার মুখ স্মৃতিপটে যখনি ভাসে,

অঝোর ধারায় দু'নয়ন বেয়ে অশ্রু আসে!!

-আব্দে মোস্তাফা হাবীবুল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়