রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২১, ০০:০০

১০০ টাকায় পুলিশে চাকুরি পেলেন ৫০ জন
হাছান খান মিসু ॥

চাঁদপুরে ১শ’ টাকায় ৫০ জনকে পুলিশে চাকুরি দিলেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ। প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত ৫০জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল জানান, সরকার নির্ধারিত ১শ’ টাকার চালান ব্যতীত কোনো ধরনের খরচ ছাড়াই তাদের শারীরিক ও মেধার যোগ্যতায় তারা প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

রোববার জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা-২০২১-এ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘চাকুরি নয় সেবা’ এ লক্ষ্যকে সামনে রেখে রোববার সকাল সাড়ে ১০টায় জেলা পুলিশ লাইনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদের নির্দেশনায় বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নসহ দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের এ কর্মপ্রয়াস। তিনি বলেন, সরকার নির্ধারিত ফি ১শ’ টাকার বিনিময়ে ৫০ জনকে শারীরিক যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে। এজন্যে প্রথম থেকেই সকলকে কোনো ধরনের প্রতারিত না হওয়া ও কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যে নির্দেশনা প্রদান করে থাকি। এছাড়াও প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত সকলের মেডিকেল পরীক্ষা সরকারি খরচে নেয়ার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান। তিনি প্রাথমিকভাবে নিয়োগপ্রাপ্ত সকলকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্যে নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার সদর মাইনুল ইসলাম পিপিএম-এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মাসুদ রানা, চাঁদপুর প্রেক্লাবের সভাপতি মোঃ ইকবাল পটোয়ারী।

অনুষ্ঠানের প্রারম্ভে প্রাথমিকভাবে নির্বাচিত পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল প্রার্থীদের মধ্যে ক’জন তাদের নিজের অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, ১শ’ টাকার বিনিময়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সরকারি চাকুরি পেয়ে আমরা যেমন বিস্মিত, তেমনই আনন্দিত। নিজের যোগ্যতায় এতো সহজে তারা বাংলাদেশ পুলিশে চাকুরি পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের আইজিপসহ চাঁদপুর পুলিশ সুপারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ তানজিদা ইসলাম, জেলা ইন্টিলেজেন্স অফিসার মনিরুল ইসলাম, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদসহ পুলিশের কর্মকর্তা, কর্মচারী ও নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলগণের অবিভাবকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়