প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ০০:০০
হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক একটি স্প্রাইট (পানীয়)-এর বোতলের নির্ধারিত মূল্য ছিল ১৫ টাকা। কিন্তু হোটেল মালিক ২০ টাকা রাখেন। নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি রাখা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অপরাধ।
উক্ত অপরাধে লিখিত অভিযোগের প্রেক্ষিত শুনানিতে হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে। আরোপিত জরিমানার ২৫% হারে ১২৫০/- অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়েছে। উক্ত জরিমানার ২৫% হারে ১২৫০ টাকা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশেরর মাধ্যমে প্রদান করা হয়েছে।
জনস্বার্থে এমন কার্যক্রম চলমান থাকবে। প্রতারিত হলে প্রমাণসহ লিখিত অভিযোগ করার জন্যে অনুরোধ জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন।