প্রকাশ : ০৩ নভেম্বর ২০২১, ০০:০০
কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে কচুয়া পৌরসভার উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার ২ নভেম্বর বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কচুয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদের উপ-নির্বাচন। একটি মাত্র কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে (ডালিম) প্রতীকের প্রার্থী আব্দুল কাদের ৫৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছে। তাঁর নিকটতম প্রার্থী সোহেল আহমেদ তাজ ৪৮৮ ভোট পেয়ে উটপাখি প্রতীকে দ্বিতীয় ও ৩৮৯ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেছেন পাঞ্জাবি প্রতীকের প্রার্থী মোখলেছুর রহমান। সর্বমোট ১ হাজার ৪শ’ ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি কচুয়া পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নজরুল ইসলাম বিপুল ভোটে বিজয় লাভ করে। নির্বাচনের কয়েক মাস যেতে না যেতেই গত ১৯ মে ঈদুল আজহার পরদিন তিনি হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এ আসনটি শূন্য হয়ে পড়ে।