প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০
কচুয়ার বড়দৈল ইসলামিয়া দাখিল মাদ্রাসার চারতলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৩১ অক্টোবর রোববার সকালে ভিত্তিপ্রস্থর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আনোয়ার মিয়াজী মনিরের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফ চৌধুরী রুবেলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দীন লিটন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবিএস রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল প্রমুখ।
উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলাতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি কামরুন্নাহার ভূঁইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে সভাপতি প্রার্থী ফয়েজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডঃ হেলাল উদ্দীন, মাদ্রাসার সুপার ইকবাল মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তারেক হাবিব, ইউপি সদস্য মোঃ নাসির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজীব আহমেদ রাজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দীন, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।