প্রকাশ : ০১ নভেম্বর ২০২১, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ১৩নং হানারচর ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১১ নভেম্বর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই এখন ভোটের জন্য গণসংযোগে ব্যস্ত। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী আনারস মার্কা। গতকাল রোববার বেলা ১২টার সময় হরিনা রাঢ়ি বাড়ি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে দেখা হয় আওয়ামী লীগ মনোনীত মুকবুল হোসেন মিয়াজী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হোসেন টিটু গাজীর। মুহূর্তের মধ্য একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। সেখানে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। উভয় প্রার্থীর উপস্থিত কর্মী-সমর্থক এবং ভোটাররা তা উপভোগ করেন। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।