প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ০০:০০
ইসলামিক ফাউন্ডেশন (ইফা)-এর মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মতলব দক্ষিণ উপজেলার শিক্ষক, কেয়ারটেকারদের অক্টোবর মাসের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মতলব দক্ষিণ সম্প্রীতির শহর, এখানে মসজিদ-মন্দির পাশাপাশি। ধর্মীয় উৎসব পালনে কারো সাথে কারো বিভাজন সৃষ্টি হয় না। বহু বছর ধরে মুসলিম-হিন্দু সম্প্রীতি বিদ্যমান আছে। তিনি আরো বলেন, এখানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। হিন্দুদের পূজার সময় আলেম-ওলামাকে নিয়ে আবার কাজ করেছি। তিনি ইমামদের উদ্দেশ্য করে বলেন, মতলব দক্ষিণে ইমামগণ অনেক সচেতন। তারপরেও একশ্রেণীর লোক ফেসবুকে নানা গুজব ছড়ায়, সে বিষয়ে আপনারা সচেতন থাকবেন এবং জুমার খুতবায় এ বিষয়ে মুসল্লিদেরকে সচেতন করবেন।
ইফার উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। তিনি তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকতে জুমআর পাক খুতবায় মুসল্লিদের উদ্দেশ্যে পবিত্র কুরআন হাদিসের আলোকে বক্তব্য প্রদানের অনুরোধ জানান। এছাড়া মসজিদের মাইক আজান ও নামাজের কার্যক্রম পরিচালনা ব্যতীত অন্য কোনো কাজে যাতে ব্যবহৃত না হয় এবং সরকারের জনসচেতনতামূলক বক্তব্য প্রদান নিশ্চিত করতে চাঁদপুর জেলাসহ দেশের সকল মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান জানান।
মতলব দক্ষিণ উপজেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার মোঃ মাহমুদুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের ফিল্ড অফিসার মাওলানা মোঃ বিল্লাল হোসেন। উল্লেখ্য, এ সমন্বয় সভায় মতলব দক্ষিণ উপজেলার গ্রাম পর্যায়ের ১৪৭ জন শিক্ষক ও কেয়ারটেকার উপস্থিত ছিলেন।