রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ০০:০০

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুবদল মাঠে থাকবে
মিজানুর রহমান ॥

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ২৭ অক্টোবর বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসীকল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি বলেন, ডিসেম্বরের পরে আন্দোলনের ডাক আসবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুবদল মাঠে থাকবে।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এবং এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের দাবি অর্থাৎ যুগপৎ দাবিতে আন্দোলন চলবে। এজন্যে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায় থেকে জেলা যুবদলকে সুসংগঠিত হতে হবে।

তিনি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ও তারেক রহমানকে বাংলাদেশে আনতে যুবদলকে ভ্যানগার্ড হিসেবে প্রস্তুত থাকতে বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ সফিকুজ্জামান ও খলিলুর রহমান গাজী।

চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন সাগর, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, সালাউদ্দিন, পারভেজ আলম রবিন, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, সদর থানা যুবদলের যুগ্ম-আহবায়ক মান্নান খান কাজল, ফরিদগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক মহসিন মোল্লা, হাইমচর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহির মাঝি,

মতলব উত্তর উপজেলা যুবদলের আহবায়ক খায়রুর হাসান বেনু, ছেঙ্গারচর পৌর যুবদলের আহবায়ক আশরাফুল আলম প্রমুখ।

আলোচনা শেষে যুবদলের সকল স্তরের নেতা-কর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি। এর আগে যুবদলের বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে জেলা বিএনপি কার্যালয়ে সমবেত হয় ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে জেলা যুবদলের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আকারে র‌্যালি করা হয়। যুবদলের এ কর্মসূচি পালনের সময় কঠোর নজরদারিতে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়