প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০
লকডাউনের সময়েও চাঁদপুর পৌরসভার সেবা কার্যক্রম অব্যাহত
স্বাস্থ্যবিধি মেনে জরুরি সেবা প্রদানে আমরা পৌর পরিষদ তৎপর রয়েছি : সচিব আবুল কালাম ভূঁইয়া
সীমিত লকডাউন শেষে গত ১ জুলাই সারাদেশে শুরু হয়েছে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন। এই লকডাউনের সময়েও চাঁদপুর পৌরসভা তাদের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে দেখা গেছে। বৃহস্পতিবার পৌরসভায় গিয়ে দেখা যায়, পৌরসচিব থেকে শুরু করে প্রশাসনিক, পানি, স্বাস্থ্য বিভাগসহ জরুরি সেবাসমূহের বিভিন্ন বিভাগে দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
|আরো খবর
লকডাউন চলাকালীন সকল সরকারি-বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকার ঘোষণা থাকা সত্ত্বেও চাঁদপুর পৌরসভার কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে পৌর সচিব মোঃ আবুল কালাম ভূঁইয়ার কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। পৌর নাগরিকদের সেবা প্রদান করাই পৌর পরিষদের লক্ষ্য। পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে পৌর পরিষদ পৌর নাগরিকদের সেবা প্রদানে কাজ যাচ্ছে। তিনি বলেন, লকডাউন চলাকালীন সময়েও মানুষ বিভিন্ন প্রয়োজনে পৌরসভায় আসছেন। যদি তারা এসে প্রয়োজনীয় সেবা না পান, তাহলে তাদের সমস্যা দেখা দিতে পারে। আমরা সেই সমস্যা নিরসনেই কাজ করছি। বিশেষ করে জন্মসনদ সংশোধন ও সংগ্রহে বর্তমান সময় পৌর নাগরিকদের বিশেষ ভিড় পরিলক্ষিত হচ্ছে। পৌর মেয়রসহ আমি ও স্বাস্থ্য বিভাগ তা নিরসনে অফিস সময়ের পরেও কাজ করছি। আশা করি অল্প ক’দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, ২০০৭ সালের ২৬ অক্টোবর চাঁদপুর পৌরসভায় যোগ দেয়ার পর থেকেই পৌর মেয়রের সাথে আলোচনাক্রমে পৌরসভার উন্নয়নে কাজ করতে চেষ্টা করছি। গত কিছুদিন আগে ঢাকা এলজিইডি সদর দপ্তরে দেশের সকল পৌরসভার জেন্ডার ফোরামের কার্যক্রম উত্থাপিত হয়। সেই ফোরামে উত্থাপিত চাঁদপুরের জেন্ডার কার্যক্রম প্রশংসিত হয়েছে। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম চাঁদপুর পৌরসভাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। উপ-পরিচালক মনে করেন, চাঁদপুর পৌরসভার জেন্ডার কার্যক্রম অন্যান্য পৌরসভার জন্যে দৃষ্টান্ত হতে পারে। আমরা এজন্যে উপ-পরিচালককে ধন্যবাদ জানাই।
পৌর সচিব সকলকে স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে যেন সকলেই রক্ষা পায় সেজন্যে দোয়া কামনা করেন।