প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৫
খাল খননের আন্দোলনের ফসল
ফরিদগঞ্জে খাল খনন কর্মসূচি শুরু
ডাকাতিয়া নদী ও চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) বাঁধের অভ্যন্তরে সেচ খালসহ সকল খাল খননের দাবিতে চলমান আন্দোলনের ফসল হিসেবে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে খাল খননের কাজ শুরু হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) দুপুরে পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। এ সময় পানি উন্নয়ন বোর্ডের এসও শামীম আহমেদ, ডাকাতিয়া নদী সিআইপি খাল খনন সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল, সদস্য রহিমা আক্তার কলি প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনও সুলতানা রাজিয়া খাল খনন উদ্বোধনকালে বলেন, আমাদের কাজের মান ঠিক রাখার জন্যে নজরদারি থাকবে। এই অঞ্চলের খালগুলো খনন করা গেলে কৃষিসহ সামগ্রিক উন্নয়ন সাধিত হবে। আশা করবো পর্যায়ক্রমে সকল খাল খনন শুরু হবে। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানায়, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ডাকাতিয়া নদী থেকে পূর্ব সন্তোষপুর বিল পর্যন্ত এ-১০ খালের ১৬০০মিটার খনন শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন ট্রেডার্স। এদিকে ডাকাতিয়া নদী ও সিআইপি খাল খনন সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল বলেন, আমরা চাই সঠিকভাবে যেন খাল খনন হয়। আমাদের সজাগ দৃষ্টি থাকবে এই বিষয়ে। এছাড়া সিআইপি বাঁধের অভ্যন্তরে বোরোপিটসহ আরো বহু খাল রয়েছে, যেগুলো ভরাট বা বেদখল হয়ে গেছে। এজন্যে আমরা এগুলো উদ্ধারে সংশ্লিষ্ট উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি।