প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০
বেকার জেলেদের খাদ্য সহায়তা দেবেন ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন
চতুরঙ্গের আয়োজনে সিনেবাজ-পুষ্টির পৃষ্ঠপোষকতায় ৫ দিনব্যাপী ইলিশ উৎসবের সমাপনী দিবস ছিলো গতকাল ৬ অক্টোবর বুধবার। আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন।
|আরো খবর
চাঁদপুরের এ কৃতী সন্তান তাঁর বক্তব্যে বলেন, চলমান মা ইলিশ সংরক্ষণে যেহেতু চাঁদপুরের কয়েক হাজার জেলে ভাই নদীতে মাছ শিকারে নামতে পারছেন না, যদিও সরকারের পক্ষ থেকে তাদের জন্যে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে, তারপরও আপনাদের ভাই হিসেবে এ উৎসবের মাধ্যমে আমি ঘোষণা করছি, ইলিশের বাড়ি চাঁদপুর এ সুনাম অব্যাহত রাখতে এবং ইলিশসম্পদ দিয়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে এগিয়ে নিতে আমার জেলার জেলেদের খুব শীঘ্রই আমার পক্ষ থেকে খাদ্যসহায়তা প্রদান করবো। এটি আমি সংশ্লিষ্টদের মাধ্যমে জানিয়ে দেবো। উপস্থিত সকলে তাঁর এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় জেলেদেরকে উৎসাহ প্রদানে চাঁদপুরে এ প্রথম কোনো ব্যক্তি এমন মহতী উদ্যোগের কথা ঘোষণা করেন, যা অত্যন্ত প্রশংসনীয় হয়েছে।