রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২২ জুন ২০২৩, ০০:০০

প্রস্তুতি চলছে ১৫তম জাতীয় ইলিশ উৎসবের

সেপ্টেম্বরে উদযাপিত হবে ৭ দিনব্যাপী নানা কর্মসূচি

প্রস্তুতি চলছে ১৫তম জাতীয় ইলিশ উৎসবের
সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক ॥

চাঁদপুরের ঐতিহ্যবাহী চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ১৫তম জাতীয় ইলিশ উৎসব উদযাপনের প্রস্তুতি চলছে। এ উপলক্ষে ব্যতিক্রমী নানা কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি সভা করা হয়েছে।

উৎসব আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উৎসব উদযাপনে দেশের নামকরা বেশ ক’টি শিল্প পরিবারের কাছে স্পন্সর হবার বিষয়ে কথা বলা হয়েছে। চতুরঙ্গ এবং উৎসব উদযাপন পরিষদের নিয়মণ্ডনীতি মেনে কোনো বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান যদি এই উৎসবের স্পন্সর হতে চায় তাহলে সেই কোম্পানি বা শিল্প প্রতিষ্ঠানের সৌজন্যে উৎসব উদযাপিত হবে। না হয় বিগত কয়েক বছরের ন্যায় এবারের উৎসবও তারা নিজেদের অর্থে উদযাপন অব্যাহত রাখবেন। তবে আয়োজক কমিটির বক্তব্যে সুস্পষ্ট ইঙ্গিত মিলেছে যে, তাদের এই উৎসব কোনোভাবেই তারা বন্ধ রাখবেন না। উৎসবের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেষ চেষ্টা চালিয়ে যাবেন।

এদিকে ১৫তম ইলিশ উৎসব উদযাপনের লক্ষ্যে ইতিমধ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হচ্ছেন : লেঃ এম এ ওয়াদুদ (অবঃ) (যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা), কাজী শাহাদাত (লেখক ও সাংবাদিক), দিলীপ কুমার ঘোষ (সম্পাদক, দৈনিক সুদীপ্ত চাঁদপুর), অজিত সাহা (বীর মুক্তিযোদ্ধা), সেলিম খান (চেয়ারম্যান, ইয়র্ক ফ্যাশন, বিসিক, চাঁদপুর), আলমগীর হোসেন বাহার (শিক্ষাবিদ, চাঁদপুর), মোঃ জসীম উদ্দিন শেখ (স্বর্ণপদকপ্রাপ্ত সমবায়ী), ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া (লেখক ও ছড়াকার), রোটাঃ মোঃ শবে বরাত সরকার (সংস্কৃতিসেবী), রোটাঃ তোফায়েল আহম্মেদ শেখ (সংস্কৃতিসেবী), রোটাঃ মনিরুল ইসলাম (সংস্কৃতিসেবী), দন্ত চিকিৎসক মাসুদ হাসান (সংস্কৃতিসেবী), জয়নাল আবেদীন জনু (সংস্কৃতিসেবী), তপন সরকার (সাংস্কৃতিক সংগঠক) ও পরেশ মালাকার (সংস্কৃতিসেবী)।

ইলিশ উৎসবের প্রস্তুতি পর্বে আয়োজক সংগঠন চতুরঙ্গ তাদের সংগঠনের কার্যকরী পরিষদও ঘোষণা করেছে।

চেয়ারম্যান : অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, ভাইস চেয়ারম্যান : কৃষ্ণা সাহা ও সাধনা সরকার, মহাসচিব : হারুন আল রশীদ, যুগ্ম মহাসচিব : মৃনাল সরকার, যুগ্ম মহাসচিব : তামীম আহমেদ সুমন, পরিচালক (সংগীত) : অনিতা কর্মকার, পরিচালক (অর্থ) : জসীম মেহেদী, পরিচালক (চিত্রকলা) : মনির হোসেন মান্না, পরিচালক (প্রকাশনা) মানিক দাস, পরিচালক (অনুষ্ঠান) শুভ্র রক্ষিত, পরিচালক (নাট্যকলা) মোঃ রাজীব চৌধুরী, পরিচালক (সেমিনার) মেহেদী হাসান জীবন, পরিচালক (প্রচার) এমএইচ বাতেন, পরিচালক (সম্প্রচার) শাহরিয়ার পলাশ, পরিচালক (নৃত্য) রাশেদুল রাব্বী। বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী চতুরঙ্গের আজীবন সদস্যরা হলেন : জি এম শাহীন, রাজন চন্দ্র দে, এমএ লতিফ, অ্যাডঃ চৌধুরী ইয়াছিন ইকরাম প্রভাষক ডাঃ শেখ মহসীন, মোবারক হোসেন শিকদার, উজ্জ্বল হোসাইন, কেএম মাসুদ, মিঠুন বিশ্বাস, এমআর ইসলাম বাবু, মুহম্মদ ফরিদ হাসান, মাইনুল ইসলাম মানিক, ভিভিয়ান ঘোষ, শারমিন আক্তার জুঁই, সুমনা বেগম সুমি, নাজনীন আকতার, কালাম আহমেদ, ফৌজিয়া হোসেন পুতুল ও সোলাইমান হোসেন নীরব।

সাংস্কৃতিক পরিষদ : পুনম মিত্র, ইতু চক্রবর্তী, খোকন দাস, অনির্বাণ সাহা, প্লাবন ভট্টাচার্য, ফয়সাল রশীদ শাওন, আরিফ খান, নোমান রেজা রিয়াদ, অনিক নন্দী, মোহাম্মদ মামুন, অর্পিতা ঘোষ, মোনায়েম হোসেন অন্তু, মুন্না ঘোষ ও জয়ন্তী পাল।

নৃত্য পরিষদ : রিপন সরকার শাহজাহান খান, বাপ্পী চৌধুরী, মোহাম্মদ মোবারক, রোমানা আকতার, রফিকুল রাজু, ফাতেহা নদী, ইসরাত প্রীতি ও নাজনীন মুন্নী।

৭ দিনব্যাপী ১৫তম জাতীয় ইলিশ উৎসবের জন্যে যে সকল প্রস্তাবিত কর্মসূচি (খসড়া) গ্রহণ করা হয়েছে, তা হচ্ছে :

প্রতিদিনই থাকবে ইলিশ রেসিপি প্রদর্শন ও ফুড কর্নার। ব্যবস্থাপনায় : আমরা আলোকিত নারী চাঁদপুর।

উৎসবের প্রথম দিন বিকেল ৫টা : লোকগানের চূড়ান্ত প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুরের সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের ২য় দিন বিকেল ৪টা : হারানো দিনের গান (বাছাই পর্ব), অতিথি শিল্পীর বাউলগান। উৎসবের ৩য় দিন বিকেল ৪টা : লোকনৃত্য (বাছাই দলগত), অতিথি শিল্পীর বাউল গান। উৎসবের ৪র্থ দিন বিকেল ৪টা : চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন (নৃত্য বিভাগ) ও সরাসরি মেহেদী আঁকা প্রতিযোগিতা (চূড়ান্ত পর্ব)।

উৎসবের ৫ম দিন বিকেল ৪টা : লোকসংগীত ও হারানো দিনের গানের চূড়ান্ত পর্ব। উৎসবের ৬ষ্ঠ দিন বিকেল ৪টা : দলগত লোক নৃত্যের চূড়ান্ত পর্ব ও অতিথি শিল্পীর বাউল গান। উৎসবের ৭ম দিন বিকেল ৪টা : ইলিশ বিষয়ে বিশিষ্ট চিত্র শিল্পীদের ছবি আঁকা ও অতিথি শিল্পীর বাউল গান।

প্রতিদিন বিকেল সাড়ে ৫টায় হবে ইলিশ রক্ষায় মুক্ত ভাবনা ও সংসদীয় বিতর্ক। মুক্ত ভাবনায় অংশ নেবেন প্রান্তিক জেলে ও জেলে প্রতিনিধি, চাঁদপুর প্রেস ক্লাবের সাংবাদিক প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ), চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর, কবি, লেখক ও সাংস্কৃতিক সংগঠক, নারী সংগঠক ও উদ্যোক্তাবৃন্দ।

প্রতিদিন পৌনে ৬টায় সাংস্কৃতিক ও নৃত্য সংগঠনের যে পরিবেশনা থাকবে, তাতে অংশ নেবে : উদয়ন সংগীত বিদ্যালয়, পুরাণবাজার; সুরধ্বনি একাডেমি, চাঁদপুর; নৃত্যাঙ্গন চাঁদপুর; অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠন, চাঁদপুর; নৃত্যধারা চাঁদপুর; রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন, চাঁদপুর এবং স্বপ্নকুঁড়ি, চাঁদপুর।

প্রতিদিন পৌনে ৭ টায় হবে জাটকা ও মা ইলিশ রক্ষায় 'গোল টেবিল বৈঠক'। অংশ নেবে : জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কোস্ট গার্ড, নৌ-পুলিশ, জনপ্রতিনিধি, জেলে প্রতিনিধি ও বিশিষ্ট জন। প্রতিদিন সাড়ে ৭ টায় থাকবে আমন্ত্রিত ৭ টি সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। অংশ নেবে : বয়াতী, ঢাকা;

নারায়ণগঞ্জ হাওয়াইয়ান গিটার শিল্পী পরিষদ; লতিকা নৃত্যালয়, লক্ষীপুর জেলা; শ্রীমঙ্গল নৃত্য একাডেমি, মৌলভী বাজার; আগরতলা, ত্রিপুরা, ভারত-এর সাংস্কৃতিক ব্যক্তিবর্গ; কাদরী ডান্স ট্রুপ, ঢাকা এবং দোতারা বাজাই, ঢাকা।

৭ দিনব্যাপী ১৫তম জাতীয় ইলিশ উৎসব যে সকল পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে, সেগুলো হচ্ছে : দৈনিক চাঁদপুর কণ্ঠ, চাঁদপুরীয়ান, পপুলার বিডিনিউজ ও জাতীয় ইলিশ উৎসব চাঁদপুর।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে ১৫তম জাতীয় ইলিশ উৎসব উদযাপন করা হবে। এটি প্রায় চূড়ান্ত বলে জানান আয়োজক সংগঠন চতুরঙ্গের মহাসচিব হারুন আল রশীদ। এজন্যে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়