প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
গত ১৫ সেপ্টেম্বর শুক্রবার শুরু হওয়া ১৫তম জাতীয় ইলিশ উৎসব আজ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শেষ হচ্ছে। চাঁদপুরের চল্লিশ বছরের পুরানো সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ কর্তৃক জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এই উৎসবের আজকের সান্ধ্যকালীন গোলটেবিল বৈঠকে মুখ্য আলোচক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম। সংবর্ধিত হবেন চাঁদপুরের কৃতী সন্তান, দেশখ্যাত দু সাংবাদিক যথাক্রমে সাইফুল আলম (সম্পাদক, দৈনিক যুগান্তর ও সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাব) এবং মহিউদ্দিন সরকার (যুগ্ম সম্পাদক, দৈনিক যুগান্তর)। ১৫ তম জাতীয় ইলিশ উৎসবের আহ্বায়ক কাজী শাহাদাতের সভাপ্রধানে গোলটেবিল বৈঠকে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা ও মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান। স্বাগত বক্তব্য রাখবেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের আজীবন সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সেক্রেটারী মির্জা জাকির।
গোলটেবিল বৈঠক ছাড়াও আজকের সমাপনী দিবসে ইলিশ উৎসবে রয়েছে ইলিশ বিষয়ক সংসদীয় বিতর্ক, নৃত্য ও সংগীত। গান গাইবেন সাধনা সরকার, অনিতা কর্মকার, ড. অর্পণ রক্ষিত ও নিগার সুলতানা পপি। আজকের নৃত্যের বিশেষ আকর্ষণ হচ্ছে ভারতের কলকাতা থেকে আগত সুমন মণ্ডল, সায়ন্তনী দত্ত, তৃষা দাস মণ্ডল, মৌসুমী মতিলাল, অর্পিতা ও গোস্ট গোপাল দেবনাথের নৃত্য।