প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০
৫ দিনের ইলিশ উৎসব সমাপ্ত
জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা ও গোল টেবিল আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হলো চতুরঙ্গের ৫ দিনব্যাপী সিনেবাজ-পুষ্টি ১৩তম ইলিশ উৎসবের।
|আরো খবর
বুধবার (৬ অক্টোবর) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উৎসবের সমাপনী দিনের আয়োজনের শুরুতেই সেরা গানবাজদের নিয়ে সংগীত প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতায় জেলার ৮ জন সেরা গানবাজ অংশগ্রহণ করে। সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় বিচারকের দায়িত্ব পালন করেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব ও ইলিশ উৎসবের রূপকার হারুন আল রশীদ, সংগীত শিক্ষক অনিতা কর্মকার, মৃনাল সরকার ও মোঃ রবিউল।
সন্ধ্যায় ইলিশ নিয়ে গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
আলোচনা সভা শেষে একই স্থানে রাতে রংধনু সৃজনশীল নৃত্য সংগঠন, নৃত্যাঙ্গন চাঁদপুর, ঢাকার কাদরি ডান্স ট্রুপ, কুমিল্লার অতিথি শিল্পী জুঁইয়ের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী দিনের কার্যক্রম সম্পন্ন হয়।