শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২১, ০০:০০

মতলবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই মেলার উদ্বোধন

স্বাধীনতা বিরোধীদের ঘৃণ্য তৎপরতাও নতুন প্রজন্মকে জানাতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

স্বাধীনতা বিরোধীদের ঘৃণ্য তৎপরতাও নতুন প্রজন্মকে জানাতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল ৬ অক্টোবর বুধবার সকালে মেলা উদ্বোধন ও বই বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে এবং প্রভাষক আহসান উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ও হুসাইন মোহাম্মদ ইয়াছিন ঢালী।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের কথা যেন আমাদের পরবর্তী প্রজন্ম স্মরণ রাখে সেজন্যে পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং আরো পরিবর্তন আনা প্রয়োজন। মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথার পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের ঘৃণ্য তৎপরতাও নতুন প্রজন্মকে জানাতে হবে।

উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে এগিয়ে রাখতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়নে সরকারের সহযোগিতা করতে আপনারা আরো আন্তরিক হবেন সে আশাই করছি।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বিষয়ে জানতে বই পড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়