প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
গত রোববার বিকেলে হাজীগঞ্জের বলাখালে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত রাছেল (৩২) বুধবার বিকেলে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই ঘটনায় ঘটনাস্থলেই মারা গেছেন ইমাম হোসেন (৩৫)। একই ঘটনায় মারাত্মক আহত আরো ৫ জন কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রাছেল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের বলশিদ গ্রামের দৈল বাড়ির আব্দুল মালেকের ছেলে।
উল্লেখ্য, গত রোববার বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল পশ্চিম বাজারে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ ইমাম হোসেন (৩০) নামের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। তিনি বদলশিদ গ্রামের আবুল হাশেমের ছেলে। ঐ দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন একই গ্রামের মোস্তফা কামালের ছেলে মোঃ ইউনুস হোসেন (২৩), ফরিদগঞ্জ উপজেলার শোল্লা গ্রামের বশির উল্যাহর ছেলে মোঃ মাকসুদ হোসেন (২৬), হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের সহিদ উল্যাহর ছেলে ইমরান শাহ (২১) ও একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে নজরুল ইসলাম (২১) এবং পথচারী বলাখাল গ্রামের শামসুল হকের ছেলে আবু তাহের (৬৫)।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বলাখাল গ্রামের বকাউল বাড়ির বৃদ্ধ আবু তাহের অসতর্ক অবস্থায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল পশ্চিম বাজার অংশে সড়ক পার হচ্ছিলেন। এ সময় হাজীগঞ্জমুখী দ্রুতগামী একটি মোটরসাইকেল আবু তাহেরকে বাঁচাতে গিয়ে হার্ডব্রেক করে। একই সময় প্রথম মোটরসাইকেলটির পিছনে থাকা আরেকটি মোটরসাইকেল সড়কের উপর ছিটকে পড়লে দুই মোটর সাইকেলের ৬ আরোহীসহ পথচারী আবু তাহের মারাত্মক আহত হন।